| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব যে তিনটি শর্তের ভিত্তিতে পাক-আফগান যুদ্ধবিরতি চুক্তি


যে তিনটি শর্তের ভিত্তিতে পাক-আফগান যুদ্ধবিরতি চুক্তি


শেখ আশরাফুল ইসলাম     21 October, 2025     12:42 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তিনটি শর্তের ভিত্তিতে পাক-আফগান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ জানিয়েছেন, ইমারাতে ইসলামিয়া তিনটি গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে গঠিত যুদ্ধবিরতির কাঠামোর অংশ।

পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শর্তগুলো হলো :

১। সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা।

২। ডুরান্ড লাইন সীমান্ত রেখায় (আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত) যুদ্ধবিরতি বজায় রাখা।

৩। আফগান শরণার্থীদের মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার ব্যবস্থা করা।

খাজা আসিফ বলেন, এই চুক্তির লক্ষ্য হচ্ছে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। পুরো চুক্তির বিস্তারিত তথ্য আগামী ২৫ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে।

খাজা আসিফ বলেন, আলোচনায় কাতার ও তুরস্ক মধ্যস্থতা করেছে। তিনি এটিকে দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও সহযোগিতার ইচ্ছার ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মতে, যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়টি নির্ভর করবে ইমারাতে ইসলামিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ রাখার প্রতিশ্রুতির উপর।

তিনি সতর্ক করে বলেন, যদি সীমান্তে অনুপ্রবেশ পুনরায় শুরু হয়, তবে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে।” তিনি আরও জানান, আলোচনাগুলো কেবল ইমারাতে ইসলামিয়া সরকারের সঙ্গেই হয়েছে।

খাজা আসিফ জানান, আলোচনার প্রথম ধাপ দোহায় অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশেউভয় পক্ষই সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে আস্থা পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছে।

তিনি আরও জানান, দ্বিতীয় দফা আলোচনা এ মাসের শেষের দিকে তুরস্কে অনুষ্ঠিত হবে। সেখানে ভবিষ্যৎ সহযোগিতা ও যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণের কাঠামো নির্ধারণ করা হবে।

খাজা আসিফ আরও জানান, আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ধীরে ও মানবিকভাবে সম্পন্ন করা হবে, যা কাবুল সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হবে।

সূত্র : আরিয়ানা নিউজ